কলকাতার ট্রপিকাল মেডিসিন হাসপাতালের আউটডোর বিভাগে এক চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। ঠিক কী ঘটেছে? bangla.aajtak.in-এর প্রতিনিধিকে কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ জানান,'মহিলার সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় ওই চিকিৎসক জানেন না। এটা রাজনীতির ব্যাপার নয়। একজন ডাক্তার পরিষেবা দেবেন। উনি গলা উঁচিয়ে চিৎকার করবেন, এটা ঠিক নয়'। কাঞ্চনের দাদাগিরির অভিযোগ নিয়ে তাঁর ব্যাখ্যা,'কাঞ্চন দাদাগিরি করলে ওঁকে ফুটেজ দেখাতে বলুন। আউটডোরে টিকিট কেটে দেখাতে যাব কেন? ৮৬ বছরের রোগীকে নিয়ে দাদাগিরি কেন দেখাব? ওঁর পার্সোনাল রাগ আছে'।