ফের সংবাদের শিরোনামে নুসরত জাহান। শোনা যাচ্ছে জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিগ বস'-এ এবার প্রতিযোগী হয়ে যাবেন টলিউড অভিনেত্রী -সাংসদ। সত্যিই কি সলমন খানের শো-র এই সিজনে প্রতিযোগী হবেন যশ ঘরণী? জানুন আসল তথ্য।