২০ ডিসেম্বর, মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর নতুন ছবি 'সন্তান'। রাজের ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এর আগে 'পরিণীতা', 'ধর্মযুদ্ধ' ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুই তারকা। বিশেষত 'পরিণীতা'-তে বাবাইদা- মেহুলের চরিত্রে সকলের মন জয় করেছেন ঋত্বিক- শুভশ্রী। এতদিনে কতটা নিজেকে ভেঙেছেন রাজ পত্নী? দু'জনের রসায়ন কেমন?bangla.aajtak.in- এর সঙ্গে আড্ডার মাঝে শেয়ার করলেন ঋত্বিক।