টলি সুপারস্টার দেবের পরবর্তী ছবি কাছের মানুষ-এর শুটিং শুরু হচ্ছে ৩ জানুয়ারি থেকে। এক ঝলক দেখিয়ে উৎসাহ অনেকটাই বাড়িয়ে দিয়েছেন দেব। কিন্তু আর নয়... এবার একেবারে সেই পুজোয় কাছের মানুষ অবশেষে মানুষের কাছে পৌঁছবে। আজতক বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নতুন প্রোজেক্টের জানা অজানা নানা ঘটনা নিয়ে খোলামেলা সুপারস্টার দেব।