সিধু। ক্যাকটাসের প্রতিষ্ঠাতা। তাঁর বিখ্যাত সব গান আজও মুগ্ধ করে শ্রোতাদের। অথচ এই সিধু ডাক্তারি পাশ করার পর প্র্যাকটিসও শুরু করেছিলেন। কিন্তু তা আর বেশিদিন চালাননি। কী এমন হয়েছিল যে ডাক্তারি ছেড়ে দিলেন তিনি? 'ব্যক্তিগত'-তে জানালেন গায়ক।