বাংলা থিয়েটারে কি দর্শক কমে যাচ্ছে? অনেকেই বলেন, 'আজকাল আর কেউ থিয়েটার দেখেন না।' কিন্তু সোহিনী সেনগুপ্তর মতে, যাঁরা দীর্ঘদিন ধরে অ্যাকাদেমি অফ ফাইন আর্টসে আসেন না, তাঁরাই এমনটা ভাবেন। শুনুন তাঁর মুখেই।