বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ সৌমিতৃষা কুণ্ডু। ছোট পর্দা থেকে বিনোদন জগতে হাতে খড়ি এবং পরিচিতি হলেও, এখন তিনি বড় পর্দারও নায়িকা। এবার সে তালিকায় যোগ হয়েছে আরও একটি মাধ্যম। ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ করলেন বাংলা টেলিভিশনের মিঠাই। একদিকে যেমন তাঁর বিপুল সংখ্যক অনুগামী আছে, সেরকম নেটিজেনদের একাংশ তাঁকে কটাক্ষ করতে ছাড়ে না। বারবার বডি শমিংয়ে শিকার হতে হয় তাঁকে। bangla.aajtak.in-র সঙ্গে আড্ডার মাঝে, এবার নিন্দুকদের মোক্ষম জবাব দিলেন সৌমিতৃষা।