ফের পরিচালকদের বয়কট টলিউডে, বন্ধ সেট তৈরির কাজ। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায়ের পর টেকনিশিয়ানদের ক্ষোভের মুখে পরিচালক শ্রীজিৎ রায়। নতুন সিরিয়ালের সেট তৈরির কাজ ২৭ জানুয়ারি থেকে শুরু হলেও তা সোমবার বন্ধ হয়ে যায় টেকনিশিয়ানদের অসহযোগিতার কারণে। এই বিষয়ে পরিচালক ফেসবুক লাইভে গোটা ঘটনাটি জানিয়েছেন। পরিচালকের পাশে দাঁড়িয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। দাসানি ওয়ান স্টুডিওতে এসে পৌঁছেছেন পরমব্রত, সুদেষ্ণা রায়, রাজ চক্রবর্তীরা।