সুরজিৎ চট্টোপাধ্যায়। বিখ্যাত প্লেব্যাক সিঙ্গার। জন্ম রামপুরহাটে। মাঝে কাটিয়েছেন পাটনায়। তারপর কলকাতা। এখন তিনি প্রতিষ্ঠিত-সুপরিচিত হলেও সুরকার-গায়ক হওয়ার জন্য কম পরিশ্রম করতে হয়নি তাঁকে। এক সময় তো টাকা পয়সার অভাবেও ভুগেছেন। কীভাবে রামপুরহাটের সাদামাটা পরিবার থেকে উঠে এসে গায়ক হিসেবে পরিচিতি পেলেন? 'ব্যক্তিগত' সুরজিৎ।