কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা ভাষার জয়গান করলেন অভিনেতা ও সাংসদ শত্রুঘ্ন সিনহা। নিজের ভাষণে তিনি বাংলা ও বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলেন। বাংলার সংস্কৃতি, দুর্গাপুজো সবই উঠে আসে আসানসোলের সাংসদের মুখে। বাংলাকে ধ্রুপদী ভাষা (classical language) হিসেবে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। নিজের ভাষণে এই বিষয়টাও তুলে ধরেন শত্রুঘ্ন। কারণ, বাংলা ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে বহুবার চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এক্ষেত্রেও কৃতিত্ব মুখ্যমন্ত্রীকেই দেন শত্রুঘ্ন। তিনি বলেন,'বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভাষা, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা, আমাদের সবার ভাষা, কত সুন্দর ভাষা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টার জন্যই বাংলা ভাষা বিশেষ স্বীকৃতি পেয়েছে।