সব অপেক্ষার অবসান হয়ে গত ৫ ডিসেম্বর দেশজুড়ে মুক্তি পেয়েছে 'পুষ্পা ২'। মুক্তির প্রথম দিন থেকেই ঝোড়ো ব্যাটিং করছে অল্লু অর্জুন ও রশ্মিকা মন্দানার ছবি। এরই মধ্যে এল বড় খবর। গ্রেফতার অল্লু। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পদপিষ্টে হওয়ার ঘটনায় দক্ষিণী সুপারস্টারের বিরুদ্ধে বড় ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।