গানের পাশাপাশি ঘুরতে যেতে ভালোবাসেন শ্রেয়া ঘোষাল। তাও যদি আবার পাহাড় হয়, তবে তো কথায় নেই। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পাহাড়ে ঘুরতে যাওয়ার একটা ভিডিও পোস্ট করেছেন শ্রেয়া ঘোষাল। পাহাড়ের কোলে সাদা শার্ট আর ক্রিম কালারের প্যান্ট পরে রয়েছেন গায়িকা। সেখানেই পাথরের উপরের দিয়ে নিচে নেমে আসছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন My heart’s still in the hills। অর্থাৎ তাঁর মন পড়ে রয়েছে পাহাড়ে। চারদিকটা সবুজ। সূর্যের আলো পড়েছে। আহা কী মনোরম সেই সৌন্দর্য। দেখলে আপনারও মন ভাল হয়ে যাবে। তবে পাহাড়ে তিনি একা যাননি। সঙ্গে রয়েছে তাঁর ছেলেও। সেখানে আবার পাখি-বাঁদর কী নেই। এর আগে শ্রেয়া ঘোষাল জানিয়েছিলেন, তিনি কলকাতায় ঘুরতে এলে লুচি-আলুর তরকারি-রসগোল্লা খেতে পছন্দ করেন। পাশাপাশি তিনি মাছ খেতেও খুব ভালোবাসেন।