দীর্ঘ অপেক্ষার অবসান। শেষমেশ মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি 'অভিযাত্রিক' (Avijatrik)। ইতিমধ্যে গোটা বিশ্বের একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার ও প্রশংসা কুড়িয়েছে শুভ্রজিৎ মিত্র (Shubhrajit Mitra) পরিচালিত এই ছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (Bibhutibhusan Bandopadhyay) লেখা 'অপরাজিত' (Aparajito) উপন্যাসের শেষভাগ নিয়ে তৈরি হয়েছে ‘অভিযাত্রিক’। সত্যজিৎ রায় ‘অপু ট্রিলজি’ (Apu Trilogy) যেখানে শেষ করেছিলেন, ১৯৫৯-র ‘অপুর সংসার’(Apur Sangsar)-র সেই দৃশ্যের ঠিক পরের থেকেই শুরু এই ছবির চিত্রনাট্য। ছবিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়,সব্যসাচী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, তনুশ্রী শংকর, সোহাগ সেন, বরুন চন্দ, বিশ্বনাথ বসু ও অন্যান্যরা। 'অভিযাত্রিক'-র সঙ্গীত আয়োজন করেছেন, পারকাশনিস্ট বিক্রম ঘোষ। ৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। তার আগে প্রিমিয়ার নাইটে দেখা গেল কার্যত চাঁদের হাট। দেখুন সেই ভিডিয়ো।