কলকাতায় কালীপুজোর উদ্বোধনে এলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। আর এখানে আসতেই তার সঙ্গে যোগ দিলেন ভবানীপুরের ‘কালারফুল ছেলে’ মদন মিত্র। রাখিকে দেখা গেল লাল টুকটুকে শাড়িতে। গা ভর্তি গয়না, পুরোপুরি বাঙালি কন্যার সাজে। আর রাখির পাশে স্বভাবসিদ্ধ মেজাজেই পাওয়া গেল মদন মিত্রকেও। চোখে কালো চশমা আর পরনে পাঞ্জাবি। কলকাতায় এসে খুব ভালো লাগছে বলে জানালেন রাখি। পাশাপাশি ‘চিরদিনই তুমি যে আমার’ গানে চলল মদন-রাখি যুগলবন্দি। দেখুন ভিডিও।