ক্যাকটাস ব্যান্ডের প্রতিষ্ঠাতা-গায়ক সিধু।তাঁর আসল নাম সিদ্ধার্থ শঙ্কর রায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে নাম হওয়ায় বেশ অস্বস্তি হত তাঁর। মনে মনে চাইতেন, নামটা বদলে গেলেই ভালো। নামটা বদলেও গেল। হয়ে উঠলেন সিধু। তবে এর পিছনে রয়েছে কাহিনি। 'ব্যক্তিগত'-র প্রথম পর্বে তা শোনালেন সিধু।