মন খারাপ সিনেমা প্রেমীদের। শেষ হল ২৬-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একই সুর শিল্পীমহল থেকে এই বিশাল কর্মকান্ডের উদ্যোক্তাদের গলায়। তবে কোভিড পরিস্থিতিতেও এই রকম আয়োজন করতে পেরে সাফল্যের হাসি তাঁদের মুখে। আজতক বাংলার সঙ্গে শেয়ার করলেন মন্ত্রী তথা কলকাতার পুর-নিগমের প্রশাসক ফিরহাদ হাকিম, সাংসদ- অভিনেত্রী নুসরত জাহান, ফেস্টিভ্যাল চেয়ারম্যান রাজ চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষ, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল, অভিনেতা টোটা রায় চৌধুরী, অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও অন্যন্যরা। সকলেই আশবাদী এইবার দর্শকেরা হলমুখী হবেন। আবার অপেক্ষা একটা দীর্ঘ সময়ের। তবে সবার মুখে একই কথা, জয় হোক সিনেমার, সমৃদ্ধ হোক চলচ্চিত্র জগৎ।