ডোনা গাঙ্গুলি। দেশের একজন নামকরা নৃত্যশিল্পী। অথচ তাঁকেও অনেকে নাচুনি বলেন। তখন কী মনে হয় ডোনার? 'ব্যক্তিগত'-তে জানালেন ডোনা।