তামিলনাড়ুতে একইদিনে ৮ বছর পর মুক্তি পাচ্ছে অজিথ কুমার ও বিজয়-এর সিনেমা। আর তাই নিয়ে দুই তারকার ফ্যানরা প্রেক্ষাগৃহের বাইরে উদযাপন করছেন। অজিথ কুমারের থুনিভু ও বিজয়-এর ভারিসুর আট বছর পর একই সঙ্গে মুক্তি পেল। দক্ষিণ ভারতের এই নায়কের ইমেজ আকাশচুম্বি। মাদুরাইয়ে একই প্রেক্ষাগৃহে দুই নায়কের সিনেমা মুক্তি পাওয়ায় দুই তারকার ফ্যানরা আতশবাজি ফাটিয়ে, নেচে উদযাপন করছে।