বাপ্পার আরাধনায় মাতলেন বলিউড অভিনেতা সনু সুদ। প্রতিবছরই নিজের বাড়িতেই গণপতির আরাধনা করেন তিনি। তিনি বলেন, "আমি অনুভব করি যে প্রতি বছর ভগবান গণেশ একটি নতুন লক্ষ্য দেন যা পূর্ণ হয়। বাপ্পা বাড়িতে এলে পরিবারে সমৃদ্ধি বৃদ্ধি পায়। আমি ভগবান গণেশকে সর্বদা শক্তির জন্য বলি যাতে যখন কেউ আশা নিয়ে আসে আমার কাছে আসে তখন আমি সাহায্য করতে পারি।