বসন্তকালে প্রকৃতির রূপ যেন ঢেলে সাজানো থাকে। এই সময় বিভিন্ন স্থানে বসন্ত উৎসবে মেতে ওঠেন উৎসবপ্রেমীরা। গত প্রায় ছ'বছর ধরে বসন্ত উৎসবের আয়োজন করছেন সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী। কোভিড পরবর্তী সময়, মীরপাড়া পার্ক ময়দানের এবছরের বসন্ত উৎসব যেন কিছুটা মুক্ত বাতাসের মতো ছিল সকলের কাছেই। প্রতি বছরের মতো এবারও উৎসবে সামিল হলেন বিভিন্ন শিল্পীরা। নাচ- গান-কবিতায় তৈরি হল এক রঙিন আবহ।