চলছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। কিফের তৃতীয় দিনে সকাল থেকেই মুখ ভার আকাশের। মেঘলা দিনে- গায়ে বৃষ্টি মেখেই সিনেমার উৎসবে গা ভাসাল শহরবাসী। এদিকে সেখানেই ঘটল এক আজব ঘটনা। গোটা নন্দন চত্বর দাপিয়ে বেড়াচ্ছে এক হনুমান। বলা ভাল 'মাঙ্কিম্যান'। দাঁত খিঁচিয়ে, ভয় দেখিয়ে, নানা রকম স্টান্ট দেখিয়ে রীতিমতো চমকে দিচ্ছে সকলকে। আবার তার জন্যই কারও মুখে ফুটছে হাসি। কে এই 'মাঙ্কিম্যান'? কীভাবে এলেন এখানে? আসলে এবারের চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিং হচ্ছে হায়দর খান পরিচালিত তথ্যচিত্র 'লঙ্গুর'। এই তথ্যচিত্রটি তৈরি হয়েছে গুজরাটের এক ভবঘুরের জীবনের আধারে। তাঁর নাম জ্যাকি ওয়াদওয়ানি। তিনিই হনুমানের ছদ্মবেশে ঘুরে বেড়ান বিশেষ এক কারণে। কলকাতায় প্রথমবার এসে খুঁটিনাটি জানালেন bangla.aajtak.in-কে।