তামিল নববর্ষ 'পুথান্ডু'-তে মাদুরাইয়ের তিরুমঙ্গলমের আরুলমিগু শ্রী রজনী মন্দিরে পুজো। এই মন্দিরে সুপারস্টার রজনীকান্তের পুজো করা হয়। বছরের প্রথম দিনে প্রিয় অভিনেতারই পুজো করলেন ফ্যানরা।