অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মহাষ্টমীর অঞ্জলী দিলেন তাঁর ম্যানেজার শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের দক্ষিণ কলকাতার বাড়িতে। এদিন নায়িকা ছিলেন একেবারে ট্র্যাডিশনাল সাজে। আজতক বাংলাকে তিনি আগেই জানিয়েছিলেন, 'দুর্গা পুজো আমার জীবনের সেরা উৎসব। পুজোয় একটাই স্টাইল, সেটা হল শাড়ি। পুজোয় শাড়ি ছারা কিছু পরব না।'