সাহিত্য আজতকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক অরিন্দম শীল। তিনি বলেন, এই ছবি দেখাতে হবে এরকম সাহস যদি নেতাদের থাকে তাহলে সিনেমা নিজস্ব ক্ষেত্রে বিচরণ করতে পারে। তিনি আরও বলেন, সৎভাবে কথা বলা কমে আসছে। সিনেমায় মুক্তকণ্ঠে কথা বলার জায়গা নেই। শিল্পীদের দিকে কেন আঙ্গুল তোলা হয়? প্রশ্ন তোলেন অরিন্দম শীল। 'সাহিত্য আজতক কলকাতা'-র দুই মঞ্চে বাংলার সাহিত্য, কবিতা, গান নিয়ে বিস্তারিত চর্চা ও বিতর্ক সভা চলছে দুদিন ব্যাপী। প্রথমদিনে ছিলেন পরিচালক অরিন্দম শীল।