কলকাতায় বসেছিল দুদিনের সাহিত্য আজতকের আসর। রবিবার ছিল দ্বিতীয় দিন। আর দ্বিতীয় মঞ্চ জমালেন গায়ক অভিজিৎ। বাঙালি পরিবারের ছেলে হলেও, অভিজিতের জন্ম ও বেড়ে ওঠা উত্তরপ্রদেশে। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। গায়কের কথায়, "ভট্টাচার্য পরিবারে আমিই প্রথম ফাস্ট ক্লাস পেয়েছি। ইউপি বোর্ডে এরকম রেজাল্ট করা খুব কঠিন। তিনি আরও বলেন, হিন্দুত্ব আমাদের ধর্ম। আমরা হিন্দুস্তানি। আমাদের দেশ হিন্দুস্তান।