বহু বিতর্কের পর অবশেষে মুক্তি পেল শাহরুখ খানের পাঠান। সকাল থেকেই শাহরুখ ফ্যানদের উচ্ছ্বাস দেখা যায়। কলকাতাতেও ভোর থেকে সিনেমা হলের সামনে ভিড় জমিয়েছেন দর্শকরা। টলিউডের তারকারাও প্রথম দিনেই পাঠান দেখার জন্য লাইন দিয়েছিলেন। টলিউড অভিনেতা রাহুল পাঠান দেখার পর উচ্ছ্বাসিত। তিনি বললেন বস ইজ ব্যাক।