উজ্জয়িনীতে চলছে মহাকাল মহোৎসব। সেই উপলক্ষে মহাকালের মন্দিরে উপচে পড়ছে ভক্তদের ঢল। এই ভক্তদের তালিকাতেই ছিলেন সঙ্গীতশিল্পী শঙ্কর মহাদেবন। মহাকালের শরণে তাঁকে ভজন গাইতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর পুত্রও। তিনিও গলা মেলান বাবার সঙ্গে। দেখুন সেই ভিডিও...