সিদ্ধার্থ শঙ্কর রায়। এটাই তাঁর আসল নাম। কিন্তু এই নামে তাঁকে কমজনই চেনেন। স্কুলে সিধুকে ডাকা হত মুখ্যমন্ত্রী বলে। বাড়িতেও আদরের নাম ছিল। সেই সব নাম থেকে কীভাবে সিধু হয়ে উঠলেন সেই গল্প শোনালেন ক্যাকটাসের প্রতিষ্ঠাতা।