সুরজিৎ চট্টোপাধায়ের গায়ক হয়ে ওঠার নেপথ্যে গৌতম চট্টোপাধ্যায়ের বড় অবদান রয়েছে। তাঁর সঙ্গে পরিচয় হওয়ার পরই বাংলায় গান লিখতে শুরু করেন সুরজিৎ। ব্যক্তি গৌতম চট্টোপাধ্যায় কেমন ছিলেন, কীভাবে গান করতেন? এমন অজানা অনেক কাহিনি শোনালেন ভূমির প্রাক্তন গায়ক। সঙ্গে এও জানালেন, গৌতম চট্টোপাধ্যায়ের মতো এত বড় মাপের গায়ক তিনি কোনওদিন দেখেননি। আজ 'ব্যক্তিগত'-র দ্বিতীয় পর্ব।