প্রায় এক দশক ধরে অভিনয় পেশার সঙ্গে যুক্ত রয়েছেন পায়েল সরকার। কিন্তু এমন ঘটনা তাঁর জীবনে এই প্রথম। টলিউডের নামী পরিচালক রবি কিনাগি-র নামে একটি প্রোফাইল থেকে তাঁর মেসেঞ্জারে সিনেমায় কাজের প্রস্তাব দেওয়া হয়। ডিটেলস জানতে চাইলে পায়েলকে রাত কাটানোর প্রস্তাব দেওয়া হয়। সেই স্ক্রিনশট নিয়ে সোশাল মিডিয়া এবং কলকাতা সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন পায়েল। নিজেই শুনিয়েছেন সমস্ত ঘটনা। যদিও পায়েল নিজেও মনে করেন, প্রোফাইলটি ভুয়ো। অভিযোগ জানানোর পর থেকে প্রোফাইলটি নিষ্ক্রিয় করা হয়েছে। তবে তাঁর আই পি অ্যাড্রেস ট্রেস করা গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।