বিশ্বনাথ বসু। টলিউডের এই সময়ের খ্যাতনামা অভিনেতা। বসিরহাটের বাদুড়িয়ার ছোট্ট গ্রামে বাড়ি তাঁর। সেখান থেকে অনেক সংগ্রাম-সংঘর্ষের মধ্যে দিয়ে গিয়ে অভিনয় জগতে নিজের জায়গা পাকা করেছেন। সেই বিশ্বনাথ বসুর জীবনে আজও রয়েছে তাঁর ফেলে আসা গ্রমের প্রভাব। বাবা-মায়ের কথা বলতে গেলে তাঁর চোখ ছলছল করে ওঠে। আজ 'ব্যক্তিগত' বিশ্বনাথের দ্বিতীয় পর্ব।