দেশজুড়েই বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। পিছিয়ে নেই বাংলাও। তারমধ্যে মিলছে ওমিক্রন ভ্যারিয়ান্টে (Omicron Variant) আক্রান্ত কেসও।
অন্যদিকে আবার সিজন চেঞ্জের জন্যও অনেকে জ্বর সর্দি কাশিতে ভুগছেন। রেহাই পাচ্ছে না শিশুরাও। অনেকে আবার জ্বর সর্দি কাশি হলে সেটিকে সিজন চেঞ্জ সংক্রান্ত সমস্যা ধরে নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন না।
এক্ষেত্রে মূলত করোনা থেকে হওয়া জ্বর ও সিজন চেঞ্জের কারণে হওয়া শরীর খারাপের মধ্যে উপসর্গগত বিশেষ পার্থক্য না থাকার কারণেই এমনটা ঘটছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
এই বিষয়ে প্রখ্যাত চিকিৎসক তথা শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায় জানাচ্ছেন, মাথা ব্যাথা এবং গলা ব্যাথা ছাড়া বর্তমানে করোনা এবং সিজন চেঞ্জ সংক্রান্ত অসুস্থতার মধ্যে উপসর্গগত আর বিশেষ কোনও তফাৎ নেই।
কারণ জ্বরে তাপমাত্রার দিক থেকে এই দুটিকে সেভাবে আলাদা করা যায় না বলেই জানাচ্ছেন তিনি। তবে যেহেতু ওমিক্রনে সংক্রমণের হার বেশি, তাই এই ধরনের বিষয় হলে দ্রুত আইসোলেশানে যাওয়ার পরামর্শ দিচ্ছেন জয়দেব রায়।