Advertisement

করোনা

COVID থার্ড ওয়েভের লক্ষণ বিশ্বের একাধিক প্রান্তে! সতর্কবার্তা কেন্দ্রের

Aajtak Bangla
  • 13 Jul 2021,
  • Updated 12:01 AM IST
  • 1/9

করোনা দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা দেশে কমেছে। কিন্তু এর মধ্যেই নতুন আশঙ্কা তৃতীয় ঢেউ।  তার মধ্যে যেহারে পর্যটনস্থল ও তীর্থক্ষেত্রগুলিতে মানুষের ভিড় বাড়ছে তাতে নতুন করে আশঙ্কার কালো মেঘ জমছে।
 

  • 2/9

আর এই আবহেই এবার সতর্ক করল কেন্দ্রীয় সরকার। বিশ্বের নানা প্রান্তে তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে। মঙ্গলবার এমনই সতর্কবার্তা দিলেন নীতি আয়োগের(স্বাস্থ্য) সদস্য ভি কে পল। 

  • 3/9

গোটা বিশ্বে এই মুহূর্তে প্রতিদিন ৩.৯ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তা মোটেই ভালো দিক বলে মনে করছেন না কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তা। বিশ্বের ৪০ শতাংশ  অংশে তৃতীয় ওয়েভ শুরু হয়ে গিয়েছে বলেই মত তাঁর।
 

  • 4/9

সাংবাদিক সম্মেলনে ভি কে পাল বলেন, করোনার তৃতীয় ঢেউ গোটা বিশ্ব জুড়ে থাবা বসাতে চলেছে। ভারতে যাতে তৃতীয় ঢেউয়ের প্রভাব না পড়ে, তার জন্য প্রত্যককে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ইতিমধ্যেই জানিয়েছেন, তৃতীয় ঢেউ নিয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। তৃতীয় ঢেউ যাতে ভারতে ছোবল বসাতে না পারে, তার জন্য প্রত্যেককে সচেষ্ট থাকতে হবে বলেও প্রধানমন্ত্রী সতর্ক করেন বলে জানান ভি কে পাল।
 

  • 5/9


এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব লব আগরওয়াল জানান, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরায়  সংক্রমণ ক্রমশ বাড়ছে। আবার বেশ কয়েকটি রাজ্য রয়েছে, যেখানে কোভিড সংক্রমণ কমছে ক্রমাগত। ফলে তৃতীয় ঢেউ নিয়ে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। কোভিড সংক্রমণ নিয়ে প্রত্যেকে সতর্ক না থাকলে, তৃতীয় ঢেউয়ের থাবা থেকে দেশকে কেউ রক্ষা করতে পারবে না বলেও কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা হয়েছে সতর্কতা।

  • 6/9

শুধু তাই নয়, দেশের ১১টি রাজ্যে কোভিড টাস্ক ফোর্স পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। কোভিড নিয়ন্ত্রণে এই টাস্ক ফোর্স যাতে রাজ্যে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে পারে, সেদিকে নজর রাখা হচ্ছে বলেও জানান লব আগরওয়াল। মহারাষ্ট্র , ছত্তিশগড়, ওড়িশা, কেরলেও কোভিড টাস্ক ফোর্স পাঠানো হয়েছে বলে জানান লব আগরওয়াল। দিনের পর দিন ধরে এই রাজ্যগুলিতে সংক্রমণের মাত্রা বাড়তে শুরু করাতেই সেখানে কোভিড টাস্ক ফোর্স পাঠানো হয়েছে।

  • 7/9

মানালির মতো বিভিন্ন শৈল শহরগুলিতে যেভাবে পর্যটকরা করোনা বিধি ভঙ্গ করে ভিড় জমাতে শুরু করেছেন, তাতে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার৷ এ দিন লভ আগরওয়ালও বলেন, 'এসব দেখে মনে হচ্ছে আমরা যেন দু' বছর পর জেল থেকে মুক্তি পেয়েছি৷ মানুষ যেভাবে ভিড় জমাচ্ছে তাতে কেউ করোনাকে ভয় পাচ্ছেন বলে মনে হয় না৷ আমরা তৃতীয় ঢেউয়ের সামনে দাঁড়িয়ে আছি৷'

  • 8/9


তিনি আরও বলেন, 'আমরা তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তাকে আবহাওয়ার পূর্বাভাসের মতোই ভেবে নিচ্ছি৷ আমরা যেটা বুঝতে পারছি না যে করোনা বিধি ভাঙা না ভাঙার উপরে ভবিষ্যতে আর ঢেউ আসবে কি না সেটা নির্ভর করছে৷'
 

  • 9/9

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শৈল শহরগুলিতে পর্যটকদের ভিড় এবং রাস্তায়, বাজারে মানুষের বেপরোয়া মনোভাব দেখে তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করেছেন৷ নরেন্দ্র মোদিও বলেন, 'একমাত্র আমরা ডেকে আনলেই তৃতীয় ঢেউ আসবে৷'
 

Advertisement
Advertisement