Advertisement

বাড়ি ফেরার তাড়া, বাস উল্টে মৃত ৩ পরিযায়ী শ্রমিক

বাড়ি ফেরার তাড়ায় মৃত্যু হল ৩ পরিযায়ী শ্রমিকের। ঘটনা গোয়ালিয়র হাইওয়ের। আজ সকালে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস উল্টে যায়।

Madhyapradesh Madhyapradesh
Aajtak Bangla
  • দিল্লি,
  • 20 Apr 2021,
  • अपडेटेड 2:34 PM IST
  • দিল্লিতে লকডাউনের জের, ফের বাড়ি ফেরার তাড়া পরিযায়ী শ্রমিকদের
  • বাস উল্টে মৃত ৩ শ্রমিক
  • আহত আরও ৮ জন

দিল্লিতে লকডাউনের মধ্যে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। বাড়ি ফেরার তাড়ায় মৃত্যু হল ৩ পরিযায়ী শ্রমিকের। ঘটনা গোয়ালিয়র হাইওয়ের। আজ সকালেই সেখানে বাস উল্টে ৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই বাসটি অতিরিক্ত যাত্রী নিয়ে ফিরছিল। তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মৃত্যু হয় ৩ শ্রমিকের। আহত আরও ৮ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দিল্লি থেকে মধ্যপ্রদেশের টিকামাগড়ের দিকে যাত্রীবোঝাই বাসটি যাচ্ছিল। বাসটিতে ৯০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক। বাসের ভিতরে জায়গা না পেয়ে ছাদে বসেছিলেন অনেকে। গোয়ালিয়র হাইওয়েতে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই মারা যান একাধিক জন। গুরুতর আহত ৮ জনকে জয়া আরোগ্য হাসপাতালে ভর্তি করা হয়। 

এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, দিল্লিতে গতকাল থেকে লকডাউন জারি হয়েছে। তাই তাঁরা তড়িঘড়ি বাড়ি ফেরার চেষ্টা করছেনষ়। কারণ, গতবছর লকডাউনের সময় তাঁদের অসুবিধেয় পড়তে হয়েছিল। ছিল না কাজ। খাবারও পেতেন না ঠিকমতো। 

আরও পড়ুন

লকডাউনের আতঙ্কে বাড়ি ফিরছেন শ্রমিকরা

লকডাউন আতঙ্কে নিজের রাজ্যে ফিরছেন শ্রমিকরা 

দিল্লি  ও রাজস্থানে ইতিমধ্যেই লকডাউন জারি হয়েছে। দিল্লিতে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক কাজ করেন। তাঁরা বাড়ি ফেরার চেষ্টা করছেন। আবার দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ীরা কাজ করেন। তাঁরাও চেন্নাই স্টেশনে ভিড় জমিয়েছেন। গতকাল চেন্নাই স্টেশনে ট্রেনের অপেক্ষারত এক শ্রমিক জানান, তাঁর বাড়ি কলকাতা। তিনি বাড়ি ফিরতে চান। দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ চেহারা নিচ্ছে। তাই বাড়ি ফেরাটা প্রয়োজন। যে কোনও সময় লকডাউন জারি পতে পারে। 

দিল্লি সরকারের ঘোষণা

গতকালই দিল্লিতে লকডাউনের কথা জানান সেরাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির স্বাস্থ্য ব্যবস্থা যে অনেকটাই ভেঙে পড়েছে তাও কার্যত মেনে নেন তিনি। হাসপাতালগুলিতে নেই বেড, অভাব অক্সিজেনেরও। তবে দিল্লিবাসীকে সাবধানে থাকার আর্জি জানিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দেন তিনি। 


 

Read more!
Advertisement
Advertisement