Advertisement

করোনার চোখ রাঙানি অব্যাহত, লাগাতার ৪ দিন দৈনিক সংক্রমণ ৩ লাখের বেশি

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩.৩৩ লক্ষ মানুষ। যদিও শনিবারের তুলনায় এই সংখ্যাটা ৪ হাজার কম। শনিবার এই সংখ্যাটা ছিল ৩.৩৭ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে ৫২৫ জনের মৃত্যুও হয়েছে। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Jan 2022,
  • अपडेटेड 10:46 AM IST
  • দেশে করোনায় মৃত্যু আরও ৫২৫ জনের
  • সুস্থ হলেন আরও ২,৫৯,১৬৮ জন
  • সুস্থতার হার ৯৩.১৮ শতাংশ

লাগাতার ৪ দিন ধরে দেশে দৈনিক করোনা (Corona) আক্রান্তের সংখ্যা ৩ লক্ষর ঊর্ধ্বে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩.৩৩ লক্ষ মানুষ। যদিও শনিবারের তুলনায় এই সংখ্যাটা ৪ হাজার কম। শনিবার এই সংখ্যাটা ছিল ৩.৩৭ লক্ষ। গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে ৫২৫ জনের মৃত্যুও হয়েছে। 

অন্যদিকে এই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২,৫৯,১৬৮ জন। ফলে দেশে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ৩,৬৫,৬০,৬৫০। বর্তমানে ভারতে (India) সুস্থতার হার ৯৩.১৮ শতাংশ। অন্যদিকে অ্যাকটিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২১,৮৭,২০৫। পাশাপাশি দৈনিক পজিটিভিটি রেট ১৭.৭৮ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট ১৬.৮৭ শতাংশ। 

এদিকে যদি শুধুমাত্র বাংলার (West Bengal) দিকে নজর রাখা যায় তবে স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯,১৯১ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯,৫৮,২৬৫। মৃত্যু হয়েছে ৩৭। ফলে রাজ্যে মারণ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২০,৩০২। অন্যদিকে এই একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ২০,৩১৩ জন। যার জেরে রাজ্যে মোট সুস্থের সংখ্যা বেড়ে হল ১৮,১৪,৩০৬। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement