Advertisement

Corona LIVE: লকডাউনের ফলে GDP-তে হতে পারে ১.৫ লক্ষ কোটি টাকার ক্ষতি

মহারাষ্ট্রের বিহারে কোভিড ডেটিকেটেট বিজয় বল্লভ হাসপাতালের আইসিইউতে আগুন। এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রাত ৩টে ১৫ নাগাদ লাগে আগুন।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Apr 2021,
  • अपडेटेड 3:59 PM IST
  • হাসপাতালের আইসিইউতে আগুন
  • ১২ রোগীর মৃত্যু
  • শর্ট শার্কিট থেকে আগুন
  • পূর্ণ ও আংশিক লকডাউনের ফলে দেশের ডিজিপিতে ১.৫ লক্ষ কোটি টাকার ক্ষতি হতে পারে। তার ৮০ শতাংশ থাকবে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও রাজস্থান থেকে। 
  • মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক চলাকালিন লাইভ সম্প্রচারিত হল অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য। যার জেরে শুরু বিতর্ক। প্রধানমন্ত্রী আপত্তি জানানোয় দুঃখপ্রকাশ করেন কেজরিওয়াল এবং ভবিষ্যতে এই বিষয়টি খেয়াল রাখা হবে বলে জানান। একইসঙ্গে এই বক্তব্য লাইভ করা যাবে না, এমন কথা কখনও বলা হয়নি বলেই দাবি মুখ্যমন্ত্রীর দফতরের। এর ফলে কোনও সমস্যা হলে তার জন্য তারা দুঃখিত বলেও জানান হয়। 
  • বাংলার বিভিন্ন প্ল্যান্ট থেকে বাইরের জন্য ২০০ মেট্রিক টন অক্সিজেন বরাদ্দ করল কেন্দ্র। এদিকে রাজ্যেও বাড়ছে অক্সিজেনের চাহিদা। এই পরিস্থিতিতে অক্সিজেন বাইরের জন্য বরাদ্দ না করার আবেদন জানিয়ে কেন্দ্রকে চিঠি দিল রাজ্য।
  • তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবর সত্য নয়, ট্যুইট করে জানালেন ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি। একইসঙ্গে সবাইকে কোভিড বিধি মেনে চলার বার্তাও দেন তিনি। 
  •  

  • লখনউতে বেডের আকাল। হাসপাতালের বাইরে অ্যাম্বুল্যান্সেই দীর্ঘক্ষণ ছটফট করলেন রোগী। অবশেষে মৃত্যু হয় তাঁর। 
  • দিল্লিতে ভয়ঙ্কর অক্সিজেন সঙ্কট। গঙ্গারাম হাসপাতালে ২৪ ঘণ্টায় ২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। সকাল ১০টা নাগাদ অবশেষে অক্সিজেন পেল হাসপাতাল।
  • মুম্বইতে ভেন্টিলেটরের আকাল। ভেন্টিলেটর না পেয়ে মৃত্যু স্বর্ণপদক প্রাপ্ত কিক বক্সারের। মৃত যুবকের নাম আমন ইনামদার। 
  • ৩টি অক্সিজেন প্ল্যান্টের বিষয়ে রাজস্থান সরকারকে চিঠি বারমের প্রশাসনের। চিঠিতে বলা হয়েছে, সরকার লিক্যুইড দিলে ওই প্ল্যান্টগুলিতে যে পরিমান অক্সিজেন তৈরি হবে তাই দিয়ে রাজস্থানের বেশ কয়েকটি জেলার অক্সিজেন সঙ্কট মেটানো যেতে পারে। 
  • করোনার জেরে, মথুরায় শ্রীকৃষ্ণের মন্দিরে আগামী ৯মে পর্যন্ত দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার ঘোষণা করল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে মন্দিরের সচিব কপিল শর্মা জানিয়েছেন, এই সময়ের মধ্যে প্রত্যেকে বাড়িতেই ইশ্বরের নাম জপ করুন, নিজেকে সুস্থ রাখুন এবং মানুষকে সচেতন করুন।
  • স্বরূপ রানি নেহেরু হাসপাতালে রোগীর চিকিৎসাকে কেন্দ্র করে উত্তেজনা। রোগীর পরিবার ও চিকিৎসকদের মধ্যে মারামারি। এরপরেই হরতাল শুরু জুনিয়র ডাক্তারদের। যার জেরে সমস্যায় রোগীরা। 
  • ফের আক্রান্তের রেকর্ড। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩.৩২ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ২,২৫০-এর বেশি রোগীর। বর্তমানে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৪.২১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। 
  • দেশের করোনা চিত্র
  • লখনউতে করোনায় মৃতদের কবর খোঁড়ার কাজে যুক্ত ব্যক্তিরও মারণ ভাইরাসে মৃত্যু। কোভিডে আক্রান্ত হওয়ার পরে তিনি চিকিৎসা পাননি বলে অভিযোগ। 

মহারাষ্ট্রের বিহারে কোভিড ডেটিকেটেট বিজয় বল্লভ হাসপাতালের আইসিইউতে আগুন। এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। রাত ৩টে ১৫ নাগাদ লাগে আগুন। সেই সময় আইসিইউতে ১৭ জন রোগী ছিলেন বলে জানা যাচ্ছে। শর্ট সার্কিটের জেরেই এই আগুন বলে দমকল সূত্রে খবর। 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement