দেশে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে তাতে কিছু স্বস্তির খবরও পাওয়া যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৫৮ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে ১৩,১১৩ জন কম। গতকাল আক্রান্ত হয়েছিলেন ২,৭১,২০২ জন। বর্তমানে দেশে ১৬ লক্ষরও বেশি অ্যাক্টিভ করোনা রোগী রয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২,৫৮,০৮৯ জন। সুস্থ হয়েছেন ১,৫১,৭৪০ জন। এছাড়ও এই একই সময়ের মধ্যে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৮৫ জন। বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ১৯.৬৫ শতাংশ। পাশাপাশি সাপ্তাহিক সংক্রমণের হার ১৪.৪১ শতাংশ। অন্যদিকে এখনও পর্যন্ত ওমিক্রনে (Omicron) দেশে আক্রান্ত হয়েছেন ৮,২০৯ জন।
ভারতে এখনও পর্যন্ত ১৫৭.২০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি আইসিএমআর-এর তথ্য অনুযায়ী রবিবার ভারতে 13,13,444 নমুনা পরীক্ষা করা হয়েছে। এখনও পর্যন্ত দেশে করোনা পরীক্ষার সংখ্যা 70,37,62,282।