করোনা (Corona) সংক্রমণ অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২.৮২ লক্ষরও বেশি মানুষ। সংখ্যাটা গতকালের থেকে ১৮.৯ শতাংশ বেশি। এর ফলে, দেশ অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা বেড়ে হল ১৮ লক্ষ ৩১ হাজার। গত ২৪ ঘণ্টায় সক্রিয় কেসের সংখ্যা বেড়েছে ৯৪,৩৭২।
দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩.৭৯ কোটিরও বেশি মানুষ। তারমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩.৫৫ কোটিরও বেশি রোগী। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪১ জনের। ফলে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৪,৮৭,২০২। এই একই সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১,৮৮,১৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন কর্ণাটকে। তারপরেই রয়েছে মহারাষ্ট্র। এরপর রয়েছে যথাক্রমে কেরল, তামিলনাড়ু ও গুজরাত। মোট আক্রান্তের ৫৩.০৭ শতাংশ এই ৫ রাজ্যে। তারমধ্যে শুধুমাত্র কর্ণাটকেই ১৪.৬৫ শতাংশ। পরিসংখ্যান বলছে, করোনার দৈনিক পজিটিভিটি রেট ১৫.১৩ শতাংশ হয়ে গিয়েছে। একইসঙ্গে দেশে ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮,৯৬১।