- দেশের বিভিন্ন জায়গায় অক্সিজেন নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছে। এরই মাঝে অক্সিজেন নিয়ে কালোবাজারির অভিযোগে ধৃত ৪ জনকে ৫০ হাজার টাকা মুচলেকার বিনিময়ে জামিন দিল দিল্লি হাইকোর্ট।
- দেশেজড়ে চলছে অক্সিজেনের আকাল। এরই মাঝে কাতার থেকে মেডিক্যাল অক্সিজেন নিয়ে ভারতে পৌঁছাল আইএনএস তরকশ।
- দিল্লিতে ভ্যাকসিনের আকাল বাড়ছে। বন্ধ করা হচ্ছে প্রায় ১০০টি কেন্দ্র। জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৮ হাজার ৪২১। এরমধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশে। মোট আক্রান্তের ৪৮.০৬ শতাংশ এই ৫ রাজ্য থেকেই। পাশাপাশি এই সময়ের মধ্যে দেশে মৃত্যু হয়েছে আরও ৪,২০৫ জনের।
- ভারতে চলছে টিকাকরণ। এবার ২ থেকে ১৮ বছর বয়সীদের শরীরে কোভ্যাকসিন ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক।
- নয়ডা পশ্চিমের জালালপুর গ্রামে মর্মান্তিক ঘটনা। গ্রামের একটি পরিবারে এক ছেলের শেষকৃত্য করে ফেরার কিছুক্ষণের মধ্যে আরও এক ছেলের মৃত্যু। শোকের চাদড়ে ঢেকে ঢেকে গিয়েছে গোটা পরিবার।
- নেপালে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু। ২৪ ঘন্টার মধ্যে প্রাণ হারালেন ২২৫ জন। কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে প্রশাসনের।
ভয়াল করোনা। দেশব্যাপী সংক্রমণ জারি। রোজই উদ্বেগ বাড়াচ্ছে বাংলার পরিস্থিতিও। রাজ্য সরকারের দেওয়া সর্বশেষ বুলেটিন অনুযায়ী বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ১৩৬ জন। মৃত্যু হয়েছে আরও ১৩২ জনের। এই সময়ের মধ্যে সরোনা থেকে সেরে উঠেছেন আরও ১৮ হাজার ৯৯৪ জন। বর্তমানে রাজ্যে সুস্থতার হার ৮৬.৪২ শতাংশ।