Advertisement

করোনায় সুস্থতার হার বাড়ছে, চিন্তা সেই পাঁচ রাজ্যই

করোনা আক্রান্তে দেশে সুস্থতার হার ক্রমশ বাড়ছে। কমছে আক্রান্তের সংখ্যাও। তবে পাঁচ রাজ্যের করোনা পরিস্থিতি এখনও চিন্তাজনক। বিশেষ করে মহারাষ্ট্র ও কেরল নিয়ে উদ্বেগে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রক।

করোনা পরিস্থিতিকরোনা পরিস্থিতি
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Jul 2021,
  • अपडेटेड 12:21 PM IST
  • মহারাষ্ট্র ও কেরল মৃত্যুতে শীর্ষে
  • দিল্লীর অবস্থা শুধরোচ্ছে, আশার আলো
  • সামগ্রিক অবস্থা ভাল, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক

দেশে করোনার সংখ্যায় হ্রাস

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসেবে দেশের শেষ ২৪ ঘন্টায় ৪১ হাজার ১৫৭টি নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামনে এসেছে। যার মধ্যে ৪২ হাজার চার জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫১৮ জন রোগীর।

শেষ হিসেবে করোনা

আরও পড়ুন

দেশের শেষ ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে ৪১ হাজার এর বেশি করোনা আক্রান্তের ঘটনা সামনে এসেছে। যার মধ্যে ৪২ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এর মধ্যে ৫০০ জনের মৃত্যুর খবর মিলেছে। করোনা সংক্রমণে ভারতে নতুন করোনা আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি। এই মুহূর্তে দেশে করোনা রোগীদের সুস্থতার হার ৯৭.৩১ শতাংশ। এই মুহূর্তে ৪ লক্ষ ২২ হাজার করোনা অ্যাক্টিভ কেস রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া হিসেবে বলা হয়েছে, নতুন করে ৪১ হাজার ১৫৭ টি ঘটনা সামনে এসেছে। যার মধ্যে ৪২ হাজার ৪ জন নিহত হয়েছেন। ১৮ জুলাই ২০২১, সকাল আটটায় এই আপডেট দেওয়া হয়েছে।

পাঁচ রাজ্য নিয়ে উদ্বেগ অব্যাহত

গোটা দেশে করোনা আক্রান্তের বেশির ভাগটাই ৫ রাজ্যে ধরা পড়েছে। কেরল, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং ওডিশা। এই পাঁচ রাজ্যের মধ্যে শেষ ২৪ ঘন্টায় ৭৬.২৫ শতাংশ আক্রান্তের হদিশ মিলেছে। সংখ্যার হিসেবে দেওয়া হয়েছে কেরল ১৬ হাজার ১৪৮, মহারাষ্ট্রে ৮ হাজার ১৭২, অন্ধ্রপ্রদেশে ২ হাজার ৬৭২, তামিলনাড়ুতে ২ হাজার ২০৫ এবং ওডিশায় ২ হাজার ১৮২ টি সক্রিয় করোনা মামলা রয়েছে।

মহারাষ্ট্র, কেরল মৃত্য়ুতে শীর্ষে

দেশের শেষ ২৪ ঘন্টায় ৫১৮ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহারাষ্ট্রে ১২৪ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন। সামান্য কম ১১৪ জন করোনা আক্রান্ত এর মৃত্যু হয়েছে কেরলে। যা নিয়ে দুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বেগ প্রকাশ করেছিলেন।

দিল্লীতে স্বস্তি ফিরছে

দিল্লিতে শনিবার করোনা রোগীর ৫৯ টি নতুন মামলা সামনে এসেছে। যা আশাপ্রদ বলে মনে করছে স্বাস্থ্যমন্ত্রক। মারা গিয়েছেন মাত্র ৪ জন। দিল্লিতে এক সময় ক্রমবর্ধমান করোনা হার কমে .০৮ শতাংশ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকে পাঠানো হিসেবে দেখা গিয়েছে, দেশের রাজধানী দিল্লিতে করোনা অতিমারিতে মৃত মোট সংখ্যা ২৫ হাজার ২৭ জন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement