Advertisement

Ashish Yechuri: করোনা আক্রান্ত হয়ে মৃত সীতারাম ইয়েচুরির ছেলে আশিস

গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন আশিস। দু সপ্তাহ আগে তিনি করোনা আক্রান্ত হন। ৩৪ বছর বয়সি আশিস ছিলেন পেশায় সাংবাদিক। আগামী ৯ জুন ছিল তাঁর জন্মদিন। একটি প্রথমসারির সংবাদপত্রে সিনিয়র কপি এডিটর পোস্টে চাকরি করতেন।

আশিস ইয়েচুরি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 22 Apr 2021,
  • अपडेटेड 12:13 PM IST
  • বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
  • মেদান্তা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন আশিস
  • প্রতিদিনই করোনা সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত

করোনা অতিমারিতে পুত্রশোক পেলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। আজ অর্থাত্‍ বৃহস্পতিবার সকালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সীতারাম ইয়েচুরির বড় ছেলে আশিস ইয়েচুরির। ভোর ৬ টায় গুরুগ্রামে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন আশিস। দু সপ্তাহ আগে তিনি করোনা আক্রান্ত হন। ৩৪ বছর বয়সি আশিস ছিলেন পেশায় সাংবাদিক। আগামী ৯ জুন ছিল তাঁর জন্মদিন। একটি প্রথমসারির সংবাদপত্রে সিনিয়র কপি এডিটর পোস্টে চাকরি করতেন।

ছেলের মৃত্যুর খবর ট্যুইট করে জানান সীতারাম ইয়েচুরি।  তিনি নিজেও কোয়ারেন্টাইনে রয়েছেন।

প্রতিদিনই করোনা সংক্রমণে নতুন নতুন রেকর্ড গড়ছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করেনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২,৯৫,০৪৭ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৫৬,১৬,১৩০ জন। অর্থাৎ দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দেড় কোটি পেরিয়ে গিয়েছে। যদি সুস্থতার সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৬৭,৪৫৭ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন ২,০২৩ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৮২,৫৫৩ জন।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement