করোনা ভ্যাকসিনের দাম ইস্যুতে এবার কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে ভ্যাকসিনের একটাই দাম নির্ধারণ করার দাবি তুললেন তিনি।
সম্প্রতি পুণের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জানায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যে সরকারগুলির জন্য ভ্যাকসিনের প্রতি ডোজের দাম পড়বে ৪০০ টাকা। সরকারি হাসপাতালে এই দামেই ভ্যাকসিন পাবে মানুষ। আর বেসরকারি হাসপাতালে তার দাম হবে ৬০০। কেন্দ্র আরও ঘোষণা করে, ১ মে থেকে ১৮ বছরের বেশি বয়সী সবাইকে ভ্যাকসিন দেওয়া হবে। পাশাপাশি ৫০ শতাংশ ভ্যাকসিন রাজ্য সরকার এবং খোলা বাজারে বিক্রি করা যাবে। খোলা বাজারে এই ভ্যাকসিনের দাম কত হবে তা নিয়ে কোনও তথ্য পাওযা যায়নি।
ভ্যাকসিনের দাম নিয়ে কেন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন তা তাঁর ট্যুইট থেকে পরিষ্কার নয়। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, সরকারি ও বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের দামের ফারাক ও খোলা বাজারে ভ্যাকসিন বিক্রিতে সম্মতি দেওয়ার কারণে মমতা শঙ্কিত। ভ্যাকসিন নিয়ে কালোবাজারি হওয়ার আশঙ্কা করছেন তিনি। সেই কারণে হয়তো দেশজুড়ে একটাই দাম বেঁধে দেওয়ার পক্ষে দাবি তুললেন তিনি। যদিও মমতার এই দাবি নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিজেপির কোনও নেতার।