Advertisement

করোনা আক্রান্ত মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ

কোভিড পজিটিভ রিপোর্ট আসতেই আইসোলেশনে রয়েছেন ফড়নবীশ। ট্যুইটারে তিনি জানিয়েছে, চিকিত্‍সকদের পরামর্শ মেনে চলছেন।

দেবেন্দ্র ফড়নবীশদেবেন্দ্র ফড়নবীশ
Aajtak Bangla
  • Mumbai,
  • 24 Oct 2020,
  • अपडेटेड 7:22 PM IST
  • কোভিড পজিটিভ রিপোর্ট আসতেই আইসোলেশনে রয়েছেন ফড়নবীশ।
  • মহারাষ্ট্রে বিজেপির দায়িত্বে রয়েছেন দেবেন্দ্র।
  • ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষ ছাড়িয়েছে।

মুম্বই: করোনা আক্রান্ত হলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি সভাপতি দেবেন্দ্র ফড়নবীশ। আজ অর্থাত্‍ শনিবার ট্যুইট করে এ কথা জানান তিনি। কোভিড পজিটিভ রিপোর্ট আসতেই আইসোলেশনে রয়েছেন ফড়নবীশ। ট্যুইটারে তিনি জানিয়েছে, চিকিত্‍সকদের পরামর্শ মেনে চলছেন।

মহারাষ্ট্রে বিজেপির দায়িত্বে রয়েছেন দেবেন্দ্র। ট্যুইটারে তিনি লিখেছেন, 'ঈশ্বর চেয়েছেন, আমি একটু ব্রেক নিই। লকডাউনের পর থেকে আমি প্রতিদিন কাজ করে চলেছি। তাই ঈশ্বর চান, আমি একটু ব্রেক নিই। আমার Covid-19 পজিটিভ এসেছে, তাই আইসোলেশেন যাচ্ছি। ডাক্তারদের পরামর্শ মেনে চলছি।'

যাঁরা এই কয়েকদিনে তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের সবাইকে কোভিড পরীক্ষা করানোর অনুরোধ করেছেন ফড়নবীশ। 

আরও পড়ুন

 

শুক্রবারের থেকে শনিবার দেশে আরও কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৭৮ লক্ষ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের শিকার হয়েছেন ৫৩ হাজার ৩৭০ জন। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ লক্ষ ১৪ হাজার ৬৮২। শুক্রবার দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৬৯০ জনের। শনিবার সেই সংখ্যাটা আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৬৫০ জনের। ফলে দেশে এখনও পর্যন্ত করোনার মোট বলি ১ লক্ষ ১৭ হাজার ৯৫৬।

আইসিএমআরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ লক্ষ ৬৯ হাজার ৪৭৯। ফলে দেশে মোট করোনার নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১০ কোটি ১৩ লক্ষ ৮২ হাজার ৫৬৪। প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। গত কয়েক দিন ধরেই তা ৫ শতাংশের কম। শনিবার তা আরও নেমে হয়েছে ৪.২০ শতাংশ।

 

Read more!
Advertisement
Advertisement