বুধবার আমেরিকা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেখানে গ্লোবাল কোভিড সামিটে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী। ভাষণে মোদী বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় গোটা পৃথিবী একটি পরিবারের মতো ভারতের সঙ্গে ছিল। একত্রিত হয়ে ভারতকে সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানান মোদী। তিনি আরও বলেন, 'করোনায় ভারত ১৫০টিরও বেশি দেশকে সাহায্য করেছে এবং তাদের কাছে ওষুধ পৌঁছে দিয়েছে।'
প্রধানমন্ত্রী বলেন, 'কোভিড ১৯ (Covid 19) মহামারী এখনও শেষ হয়নি। বিশ্বের বেশিরভাগ মানুষ এখনও ভ্যাকসিন পাননি। এই কারণে রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) এই উদ্যোগকে স্বাগত।' তিনি আরও বলেন, 'ভারত সবসময় মানবতাকে একটি পরিবারের মতো দেখে এসেছে। ভারতের ওষুধ সংস্থাগুলি কম খরচে ডায়াগনস্টিক কিট, ওষুধ, মেডিক্যাল ডিভাইস এবং পিপিই কিট তৈরি করেছে। যা অনেক উন্নয়নশীল দেশকে সাশ্রয়ী মূল্যে প্রদান করা হয়েছে।'
মোদী বলেন, 'এই বছরের শুরুর দিকে ৯৫টি দেশ সহ জাতিসংঘের (UN) শান্তিরক্ষা বাহিনীর সঙ্গে আমাদের ভ্যাকসিন ভাগ করে নিয়েছি। যখন ভারত দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়ছিল তখন বিশ্ব একটি পরিবারের মতো আমাদের পাশে দাঁড়িয়েছিল। এর জন্য সবাইকে ধন্যবাদ।'
অন্যদিকে প্রধানমন্ত্রী বলেন, মহামারীজনিত আর্থির প্রভাব দূর করার ক্ষেত্রেও নজর দেওযার প্রয়োজন রয়েছে। একইসঙ্গে ভ্যাকসিন সার্টিফিকেটকে (Vaccine Certificate) মর্যাদা দিয়ে আন্তর্জাতিক ভ্রমণ সহজ করা উচিত বলেও মনে করেন মোদী।