রোজই চিন্তা বাড়াচ্ছে করোনার ভ্যারিয়ান্ট ওমিক্রন (Omicron Variant)। এই ভ্যারিয়ান্টে আক্রান্ত হলেও প্রয়োজন কোয়ারেন্টাইন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই কোয়ারেন্টাইন কি ডেল্টা ভ্যারিয়ান্টের মতোই, নাকি আলাদা? এই বিষয়ে নীতি আয়োগের স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ভি কে পালের পরামর্শ, যদি কেউ ওমিক্রমনের টেস্ট করিয়ে থাকেন, তাহলে তার রিপোর্ট আসা পর্যন্ত বাড়িতেই কোয়ারেন্টাইন থাকুন। আর যদি কেউ আক্রান্ত হন, তাহলে ৭ দিন কোয়ারেন্টাইন (Quarantine) থাকুন এবং তারপর রিপোর্ট নেগেটিভ এলে তবেই মানুষের মধ্যে যান।
দেশে একদিকে যখন ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে, ঠিক তখনই তৃতীয় ঢেউয়ের কথাও শোন যাচ্ছে। এমতবস্থায় যেকোনও ধরনের গাফিলতি, সমস্যা বৃদ্ধি করতে পারে। ভারতে দ্বিতীয় ঢেউয়ের বিষয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিল কেমব্রিজ বিশ্ববিদ্য়ালয়। এক্ষেত্রে তৃতীয় ঢেউ দেশের পক্ষে বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রবিবার যে আপডেট দেওয়া হয়েছে সেই অনুযায়ী, ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এখনও দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১,৫২৫। যাঁদের মধ্যে ৫৬০ জন সুস্থও হয়ে গিয়েছেন। আক্রান্তের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে সংখ্যাটা ৪৬০। তারপরেই রয়েছে দিল্লি। সেখানে আক্রান্তের সংখ্যা ৩৫১। পাশাপাশি গুজরাতে সংখ্যাটা ১৩৬, তামিলনাড়ুতে ১১৭ এবং কেরলে ১০৯।