Advertisement

বড় ঘোষণা, করোনা রুখতে এই এলাকার সব বাজার বন্ধের সিদ্ধান্ত

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ৬, ৭, ১০ ও ১১ তারিখ বন্ধ থাকবে এলাকার দোকান বাজার। তবে শনি (Saturday) ও রবিবার (Sunday) খোলা সেগুলি থাকবে। এছাড়াও খোলা থাকবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকানপাট। মূলত গোটা এলাকা স্যানিটাইজেশানের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

রাজপুর-সোনারপুর পৌরসভারাজপুর-সোনারপুর পৌরসভা
প্রসেনজিৎ সাহা
  • সোনারপুর,
  • 04 Jan 2022,
  • अपडेटेड 8:29 PM IST
  • করোনা রুখতে পদক্ষেপ
  • রাজপুর-সোনারপুরের সমস্ত বাজার ৪ দিন বন্ধ
  • খোলা থাকবে শনি ও রবিবার

সারা রাজ্যের পাশাপাশি রাজপুর-সোনারপুর পুরসভা (Rajpur Sonarpur Municipality) এলাকাতেও ক্রমেই বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতে এলাকার সমস্ত দোকান-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। মঙ্গলবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠকে উপস্থিত ছিলেন, বারুইপুরের মহকুমাশাসক (SDO) সুমন পোদ্দার, রাজপুর-সোনারপুর প্রশাসক মণ্ডলীর প্রধান পল্লব দাস, বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর ও নরেন্দ্রপুর থানার দুই আধিকারিক, পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটর ও ব্যবসায়ী সমিতির সদস্যরা। 

বৈঠকে সিদ্ধান্ত হয় যে, আগামী ৬, ৭, ১০ ও ১১ তারিখ বন্ধ থাকবে এলাকার দোকান বাজার। তবে শনি (Saturday) ও রবিবার (Sunday) খোলা সেগুলি থাকবে। এছাড়াও খোলা থাকবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দোকানপাট। মূলত গোটা এলাকা স্যানিটাইজেশানের জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন

এছাড়াও চালান হবে সচেতনতামূলক প্রচার। সমস্ত কোভিড বিধি (Covid Norms) মানা হচ্ছে কিনা সেই দিকে কড়া নজর রাখবে পুলিশ ও পুরসভা। সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে মাস্ক। তাছাড়াও দরিদ্রদের বাড়িতে পুলিশ ও পুরসভার তরফে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। 


 

Read more!
Advertisement
Advertisement