Advertisement

করোনায় আক্রান্ত সুজন চক্রবর্তী ও মমতা বালা ঠাকুর, ভর্তি হাসপাতালে

করোনায় আক্রান্ত সুজন চক্রবর্তী ও মমতা বালা ঠাকুর, ভর্তি হাসপাতালে

Sujan
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Apr 2021,
  • अपडेटेड 3:46 PM IST
  • করোনার সংক্রমণ কমার নাম নেই
  • এবার আক্রান্ত সুজন চক্রবর্তী
  • আক্রান্ত হয়েছেন মমতাবালা ঠাকুরও

করোনায় আক্রান্ত সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ও তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুর। দুজনেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।   

সুজন চক্রবর্তী

মঙ্গলবার চেস্টের সিটি স্ক্যান হয় সুজন চক্রবর্তীর। তারপর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। করা হয়েছিল করোনা পরীক্ষাও। আজ তার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর, সুজনবাবুর মৃদু উপসর্গ রয়েছে। তাঁর অবস্থা স্থীতিশিল। তবে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

মমতা বালা ঠাকুর 

বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ মমতা বালা ঠাকুরও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার ২ দফায় তিনি করোনা পরীক্ষা করান। প্রতিবারই রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তাঁর শারীরিক অবস্থা স্থীতিশিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

আক্রান্ত রাজনীতিবিদরা

প্রসঙ্গত, রাজ্যে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। গতকাল প্রায় ১০ হাজার জন আক্রান্ত হন। বিধানসভা ভোটের প্রার্থীরাও আক্রান্ত হচ্ছেন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement