Advertisement

কতটা আছে অক্সিজেন? পশ্চিম মেদিনীপুরে ঘুরে দেখল টাস্কফোর্স

সোমবার বেলা ১১ টা থেকে বেশকিছু অক্সিজেন প্ল্যান্ট এবং এজেন্সি গুলি পরিদর্শ করেন টাস্ক ফোর্সের কর্তারা। মেদিনীপুর শহরের অক্সিজেন স্টক এবং খড়গপুর শহরের সুপার গ্যাস অ্যান্ড এমপ্লয়িজ প্রাইভেট লিমিটেড অক্সিজেন প্লান্টে ঘুরে দেখেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, পিনাকী প্রধান, জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী।

টাস্কফোর্সের পরিদর্শন
শাজাহান আলী
  • পশ্চিম মেদিনীপুর,
  • 26 Apr 2021,
  • अपडेटेड 6:37 PM IST
  • পশ্চিম মেদিনীপুরে বাড়ছে করোনা
  • জেলায় কতটা রয়েছে অক্সিজেন?
  • খতিয়ে দেখল টাস্কফোর্স

প্রতিদিনই নিজের রেকর্ড নিজেই ভাঙছে করোনা (Corona)। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজ্যেও। জেলায় জেলায় উর্ধ্বমুখী সংক্রমণের গ্রাফ। আর আক্রান্তের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়ছে অক্সিজেন (Oxygen) সঙ্কট। ইতিমধ্যেই অক্সিজেনের অভাবে মৃত্যুও হয়েছে বহু রোগীর। এই পরিস্থিতিতে গত ১ সপ্তাহের পশ্চিম মেদিনীপুর (West Midnapore) জেলার করোনা গ্রাফ কপালে চিন্তার ভাঁজ গভীর করেছে স্বাস্থ্য দফতরের। যার জেরে এবার পশ্চিম মেদিনীপুরে মজুদ অক্সিজেনের পরিমাণ খতিয়ে দেখতে দিনভর অভিযান চালাল করোণা মোকাবেলায় গঠিত জেলা প্রশাসনের টাস্কফোর্স। 

সোমবার বেলা ১১ টা থেকে বেশকিছু অক্সিজেন প্ল্যান্ট এবং এজেন্সি গুলি পরিদর্শ করেন টাস্ক ফোর্সের কর্তারা। মেদিনীপুর শহরের অক্সিজেন স্টক এবং খড়গপুর শহরের সুপার গ্যাস অ্যান্ড এমপ্লয়িজ প্রাইভেট লিমিটেড অক্সিজেন প্লান্টে ঘুরে দেখেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা, পিনাকী প্রধান, জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী। সংস্থাগুলি কোথায় কতখানি অক্সিজেন সরবরাহ করছে সেই তালিকা খতিয়ে দেখেন তাঁরা। স্বাস্থ্য পরিষেবা ছাড়া অন্য কোথাও যাতে অক্সিজেন সরবরাহ না করা হয় সেই বিষয়টিও এদিন স্পষ্ট করে বলে দেওয়া হয়। 

অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা জানিয়েছেন,"জেলাতে অক্সিজেন কতটা মজুত রয়েছে, কেমন সরবরাহ হতে পারে, তার স্টক দেখার জন্যই এই অভিযান চালান হয়। জেলাতে এই মুহূর্তে অক্সিজেন পর্যাপ্ত রয়েছে, সমস্যা নেই। তবে কলকারখানার জন্য অক্সিজেন সরবরাহ আপাতত বন্ধ রেখে স্বাস্থ্য ক্ষেত্রে অক্সিজেন সরবরাহের জন্য বলা হয়েছে।" 

প্রসঙ্গত এই সঙ্কটের মাঝেই কোথাও কোথাও অক্সিজেন ট্যাঙ্কার লুঠের অভিযোগ উঠেছে। পাশাপাশি কোথাও কোথাও আবার বেআইনিভাবে অক্সিজেন মজুদ রাখার অভিযোগ পেয়ে অভিযানও চালান হচ্ছে। রবিবার সন্ধ্যাতেই শহর কলকাতার ভবানীপুরের ৯-এ হেশাম রোডে সাইরাম এন্টারপ্রাইজ নামে একটি দোকানে বিশেষ অভিযান চালায় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্র্যাঞ্চের একটি দল। অভিযানে সাইরাম এন্টারপ্রাইজ থেকে মোট ৩৫টি অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়। জিজ্ঞাসাবাদ পর্ব শেষে ওই দোকানে রাখা অতিরিক্ত অক্সিজেন বাজেয়াপ্ত করেন এনফর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। পাশাপাশি ওই ব্যবসায়ীকে নোটিশ দিয়ে এই বিষয়ে তাঁর আইনি ব্যখ্যাও তলব করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। পুলিশ সূত্রে খবর, সন্তোষজনক উত্তর না পেলে আইনি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে।

Advertisement


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement