COVID-এর চোখরাঙানি বাড়তেই ফের দ্রুত ভ্যাকসিন দেওয়ার তোড়জোড় শুরু করে দিল কেন্দ্র। যার নির্যাস, ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনে (নাক দিয়ে যে টিকা নেওয়া যাবে) ছাড়পত্র দিয়ে দিল সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন মিলবে CoWIN অ্যাপে।