কোভিড থেকে বাঁচতে আমরা সবসময়ই সতর্ক থাকি। দূরত্ব রাখি কোভিড রোগী থেকে। কিন্তু যারা আপনার বাড়ি গিয়ে আপনি কোভিড আক্রান্ত কিনা তার জন্য নমুনা সংগ্রহ করতে যায়। হ্যাঁ আমরা তাদের কথা বলছি সোয়াব কালেক্টর (Swab Collectors)দের কথা। তারা কেমন আছেন। তাদের কোভিড আক্রান্ত হওয়ার ভয় নেই।